শুধু ধন থাকিলে হয়না ধনী Sudhu Dhan Thakile Hoy Na Dhani কথা,সুর ও কণ্ঠ: কবি অসীম সরকার

ভজন কীর্তন : শুধু ধন থাকিলে হয়না ধনী

Sudhu Dhan Thakile Hoy Na Dhani

কথা,সুর ও কণ্ঠ: কবি অসীম সরকারশুধু ধন থাকিলে হয়না ধনীকৃষ্ণ ধন যার নাই হিয়ায়[কেবা ধনী কেবা গরীববোঝা বড় দায়!]-২
পার্থিব ধন,টাকাকড়ি,মন রেঅর্থ,সম্পদ,বিষয়,বাড়িযেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়;[(সেদিন) সাথের সাথি এই হরিনাম]-৩ধনসম্পদ কি সঙ্গে যায়![কেবা ধনী কেবা গরীব বোঝা বড় দায়!]-২
কৃষ্ণধন যার ভরা হৃদয়,মন রেসে যে বড় ধনীর তনয়তার সঙ্গে কারো তুলনা হয়সারা বিশ্বময় হায় হায় সারা বিশ্বময়সে যে প্রেম সাগরে প্রেম সাগরে-[(সে যে) প্রেম সাগরে ভেসে ভেসে]-২মহানন্দে ঢেউ খেলায়[কেবা ধনী কেবা গরীব বোঝা বড় দায়!]-২
হওনা তুমি উজির,রাজা,মন রেশ্মশানঘাটে একই সাজাবুঝবে তখন কেমন মজাহবে ভস্মময় হায় হায় হবে ভস্মময়এসব দেখেশুনে জ্ঞান হলো নাএত দেখেশুনে জ্ঞান হলো নাঅসীম রইলো ঘোর মায়ায়[কেবা ধনী কেবা গরীব বোঝা বড় দায়!]-২শুধু ধন থাকিলে হয়না ধনীকৃষ্ণ ধন যার নাই হিয়ায়কেবা ধনী কেবা গরীব বোঝা বড় দায়!
Previous Post Next Post