Durga pujo 2024। দূর্গা পুজো ২০২৪ সময়সূচী/ নির্ঘন্ট

 

Durga pujo 2024। দূর্গা পুজো ২০২৪ সময়সূচী নির্ঘন্ট


দূর্গা পুজো ২০২৪ সময়সূচী নির্ঘন্ট

গত বছর ছিল দুর্গাপুজো অক্টোবরের শেষে। এই বছর কিন্তু এমন হবে না। এই বছরের শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের একদম প্রথম দিকেই। জেনে নিন ২০২৪ সালে দুর্গাপুজো কবে পড়েছে, সেই হিসেবে ঠিক করে নিন, পুজোর প্রস্তুতি কবে থেকে শুরু করবেন।


২০২৪-এ শারদীয়া দুর্গাপুজোর দিনক্ষণ

  • মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার।
  • মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর ২০২৪ বুধবার।
  • মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
  • মহাষ্টমী পালিত হবে ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার।
  • মহানবমী পালিত হবে ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
  • বিজয়া দশমী পালিত হবে ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
  • উল্লেখযোগ্য বিষয় হল এই বছর নবমী ও দশমী একই দিনে পড়েছে   

দেবীদুর্গার আগমন এবং গমন কীভাবে হবে? 

দেবীর দোলায় আগমন। ফল - দোলায়াং মড়কং ভবেৎ। অর্থাৎ বিভিন্ন রকম গন্ডগোল, ঝামেলা, হাঙ্গামা হতে পারে। ঘটতে পারে বিশৃঙ্খলা। 
দেবীর ঘোটকে গমন। ফল - ছত্রভঙ্গস্তুরঙ্গমে। অর্থাৎ মড়ক, মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে।

মহালয়া, Durga pujo 2024। দূর্গা পুজো ২০২৪ সময়সূচী নির্ঘন্ট

মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার।

এই বছর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। সেদিন থেকে হবে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হবে। ভোরবেলা রেডিওয় শোনা যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত সুরে মহিষাসুরমর্দিনীর স্তব। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। সেদিন থেকেই শারদীয়া নবরাত্রির পুজো শুরু করবেন সনাতনী সম্প্রদায়।


মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর ২০২৪ বুধবার।

ষষ্ঠী (২৩ আশ্বিন, ৯ অক্টোবর, বুধবার): ষষ্ঠী দিবা ঘ ১২/১৫। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ প্রশস্ত। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার


সপ্তমী (২৪ আশ্বিন, ১০ অক্টোবর বৃহস্পতিবার): সপ্তমী দিবা বেলা ১২ টা ৩২ মিনিট। শ্রী শ্রী দুর্গা সপ্তমী । শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। রাত ১১ টা গতে রাত ১১ টা ৪৮ মিনিটের মধ্যে কুলাচারানুসারে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্রি বিহিত পূজা ।
  • মহাষ্টমী Durga pujo 2024। দূর্গা পুজো ২০২৪ সময়সূচী/ নির্ঘন্ট
মহাষ্টমী পালিত হবে ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার।


মহাষ্টমী (২৫ আশ্বিন, ১১ই অক্টোবর, শুক্রবার): অষ্টমী বেলা ১২ টা ৭ মিনিট। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারন্ত প্রশস্ত। সকাল ১১ টা ৪৩ মিনিট গতে সন্ধি পূজারম্ভ, বেলা ১২ টা ৭ মিনিট গতে বলিদান, বেলা ১২ টা ৩১ মিনিটের মধ্যে সন্ধিপুজো সমাপন বীরাষ্ট্রনী ও মহাষ্টমীর ব্রতোপবাস।



মহানবমী পালিত হবে ১২ অক্টোবর শনিবার।


মহানবমী (২৬ আশ্বিন, ১২ অক্টোবর, শনিবার): নবমী সকাল ১০ টা ৫৯ মিনিট। সকাল ৯ টা ২৭ মিনিটে মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৯ টা ২ মিনিট গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা ও কেবল মহানবমী কল্পে পূজা 



বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার।

দশমী (২৭ আশ্বিন, ১৩ অক্টোবর, রবিবার): দশমী সকাল ৯ টা ৯ মিনিটের মধ্যে। সকাল ৯ টা ৯ মিনিটের মধ্যে। শ্রী শ্রী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। 


উল্লেখযোগ্য বিষয় হল এই বছর নবমী ও দশমী একই দিনে পড়েছে  

Previous Post Next Post